পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের ১০ লাখ মানুষ বাংলাদেশে কাজ করে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭১ সালের পর এ দেশের মানুষ ভারতে কেন যাবে? তারা আমাদের চেয়ে অর্থনৈতিক ভাবে উন্নত না। তাদের ১০ লাখ মানুষ আমাদের দেশে কাজ করে। ভারতের বৈদেশিক আয়ের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাবা ও দলের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সরকার বিদেশিদের পদলেহন করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় থাকার জন্য তারা দেশের স্বার্থকে জলাঞ্জলী দিচ্ছে। তারা জনগণের নয়, নিজেদের স্বার্থে কাজ করছে। অথচ বিদেশীদের সঙ্গে নিজেদের স্বার্থ ঠিক রাখতে হবে। আমাদের স্বার্থ বাদ দিয়ে অন্যের স্বার্থ চরিতার্থ করা যাবে না। আমরা তিস্তার পানি পাই না, সীমান্তে আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যা করে। কিন্তু এর বিচার হচ্ছে না। মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অবৈধ নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবিলম্বে নির্বাচন দিন। নতুবা সময় পাবেন না বড্ড দেরি হয়ে যেতে পারে। আমরা কখনো পরাজিত হইনি। দেশের জনগণ কোন আন্দোলনে ব্যর্থ হয়নি। বিজয় অবশ্যই আসবে।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ নয় বছর আন্দোলন করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া। অথচ এই স্বৈরাচারী সরকার গণতন্ত্রের এই নেত্রীকে ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দি করে রেখেছে। এই অবৈধ উল্টাপাল্টা সরকার মুক্তিযোদ্ধাকে রাজাকার এবং রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য রাজপথে নামতে হবে। বিচ্ছিন্নভাবে আন্দোলন করে বিজয় অর্জন করা যায় না। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এ সরকারের পতন ঘটাতে না পারলে দেশের মানুষের ওপর জুলুম নির্যাতনের মাত্রা আরো বেড়ে যাবে। সরকার পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবারের পিয়াজের ঊর্ধ্ব মূল্য ৭৪’র বিভীষিকার কথাই দেশের মানুষকে মনে করিয়ে দিয়েছে।
সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি জাতিকে পথ দেখিয়েছিলেন। তিনি মন্ত্রী থাকাকালে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। তিনি নরসিংদীর প্রশাসনিক উন্নতি ঘটিয়েছেন। আব্দুল মোমেন খান নরসিংদীকে প্রথমে মহাকুমা ও পরে জেলা প্রশাসনে উন্নীত করেন। তিনি ছিলেন আধুনিক নরসিংদীর রূপকার। তাকে সম্মান না করলে আমাদেরকেও মানুষ সম্মান করবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন জাসদের সভাপতি আসম আব্দুর রব, বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, লে. কর্নেল (অব) জয়নুল আবেদীন, ফেরদৌস আহমেদ খোকন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ইরান, মনজুর এলাহী ও প্রফেসর আবদুল মান্নান প্রমূখ।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।