পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন শুক্রবার। দুই দিনব্যাপী এই সম্মেলনের দাওয়াত কার্ড পাননি পত্রিকার সম্পাদক, টেলিভিশনের প্রধান নির্বাহী, সিনিয়র সাংবাদিক ও বীটের কর্মরত সাংবাদিকরা।
আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কার্ড পৌঁছেনি অনেক পত্রিকা ও টেলিভিশন অফিসে। প্রতি বছর দেশের ঐতিহ্যবাহী দলের সম্মেলনে অংশ নিতে তারা নিয়মিত কার্ড পেলেও এবার ব্যতিক্রম হচ্ছে। তবে সাংবাদিক সংগঠনের নেতারা দাওয়াত পেয়েছেন বলে জানা গেছে।
একাধিক জাতীয় দৈনিকে কর্মরত আওয়ামী লীগ বীটের সাংবাদিকের সঙ্গে আলাপকালে তারা জানান, আজ বৃহস্পবিার বিকাল পর্যন্ত তারা দাওয়াত কার্ড পাননি। এমনকি পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকগণ কার্ড পাননি। যারা নিয়মিত আওয়ামী লীগের বীটের সংবাদ কাভার করেন তারা হতাশ হয়েছেন।
এ প্রসঙ্গে অভ্যর্থনা উপকমিটির একাধিক নেতার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।