Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৭ পিএম

ময়মনসিংহে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজহারুল ইসলাম (৪৫), রুবেল(২৬), সাঈম(১৯) ও আমিনুল(৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দা উপজেলার শসার বাজার এলাকায় ট্রাক, মাহিন্দ্র ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তারা হলেন- রুবেল(২৬), সাঈম(১৯) ও আমিনুল(৩০)।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএনজি চালিত অটোরিকশা ও ইট ভর্তি মাহিন্দ্র ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার শসার বাজার এলাকায় ফুলপুরগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছেন।

অপরদিকে ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম (৪৫) মারা গেছেন। বুধবার রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২ ডিসেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর তাসনিম ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন গৌরীপুর উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী ও বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম। পুলিশ জানায়, আজহারুল ইসলাম মোটরসাইকেল যোগে আলী আহাম্মদ খান পাঠান সেলভীকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটর সাইকেলকে ধাক্কা দিলে দু’জনই মারাত্মকভাবে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম মারা যান।
গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিঞা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

হালুয়াঘাট স্থল বন্দরে শনিবার ফের চালু হচ্ছে আমদানী-রফতানী কার্যক্রম মো: শামসুল আলম খান:
ময়মনসিংহের হালুয়াঘাট স্থল বন্দর চলতি বছরের মে মাস থেকে আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার দুপুরে দুই দেশের ব্যবসায়ীদের এক ফলপ্রসু বৈঠকের পর আগামী শনিবার থেকে ফের সরকার অনুমোদিত ২২টি পণ্যের আমাদানী-রফতানি শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আমদানী ও রফতানীকারক গ্রুপের মহাসচিব আলী আজগর।
তিনি জানান, ২০১২সালের ১৫সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে হালুয়াঘাট গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর। সে সময় থেকে সরকারের অনুমোদনে ২২টি পন্য এ দু’টি স্থল বন্দর দিয়ে আমদানী-রফতানী করা হত। কিন্তু ২০১৯ সালের মে মাস থেকে নানা কারণে বন্ধ হয়ে যায় আমদানী রফতানী কার্যক্রম।

ব্যবসায়ীরা জানায়, আমদানী রফতানী বন্ধ হয়ে যাবার কারণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এখন যদি কার্যক্রম আবার চালু হয় তবে কিছু সময় লাগলেও ওই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব। আশা করছি সংশ্লিষ্ট মহল বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

সংশ্লিষ্টরা আরো জানায়, গত মঙ্গলবার হালুয়াঘাট আমদানী ও রফতানীকারক গ্রুপের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং এবং মহাসচিব পদে আলী আজগর দ্বায়িত্ব গ্রহন করে আমদানী-রফতানী কার্যক্রম ফের চালু করতে জুরুরী বৈঠকে বসেন। এরপর বৃহস্পতিবার দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের সাথে এক সফল বৈঠকে আগামী ২১ডিসেম্বর শনিবার থেকে আমদানী-রফতানী কার্যক্রম ফের চালু করার সিদ্ধান্ত হয়।

সূত্রমতে, ঢাকা থেকে মাত্র ১৭৪ কিলোমিটারের দূরে কড়ইতলী ও গোবরাকুড়া স্থল বন্দর। ভারতের বিভিন্ন স্থানে ট্রানজিট হিসেবে ব্যবহারের জন্য কড়ইতলী ও গোবরাকুড়া পূর্ণাঙ্গ স্থলবন্দরের গুরুত্ব অপরিসীম। এতে বাংলাদেশ এবং ভারত অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কমে এসেছে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ। সৃষ্টি হয়েছে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ।
জানা যায়, এ বন্দর দিয়ে ভারত থেকে কয়লা, পাথর, বাঁশ, সিমেন্ট তৈরির কাঁচামাল লাইমস্টোন, ফল, আদা, মসল, কাঠ, কাজু বাদাম, শুপারি, কাগজ, মোটরসাইকেল, গাড়ি ও যন্ত্রাংশসহ অন্যান্য পণ্য সামগ্রী আমদানি এবং সিমেন্ট, সিরামিকস সামগ্রী, মশারীর কাপড়, তৈরি পোষাক, হিমায়িত মাছ, শুটকি মাছ, জুস, কসমেটিকস ও প্যাকেটজাত খাদ্যসহ বিভিন্ন সামগ্রীসহ মোট ২২টি পন্য রপ্তানি করা হয়।
এবিষয়ে হালুয়াঘাট আমদানী ও রফতানীকারক গ্রু
পের মহাসচিব আলী আজগর বলেন, দুই দেশের ব্যসায়ীদের সফল বৈঠকে আগামী ২১ডিসেম্বর শনিবার থেকে আমদানী-রফতানী কার্যক্রম ফের চালু করার সিদ্ধান্ত হয়েছে। এতে স্থল বন্দরটিতে নতুন করে প্রাণ সঞ্চার হবে বলে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ