Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহাসড়কের কুমিল্লা অংশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৫:১৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন ও নিমসার ঘিরে ঐতিহ্যবাহী জুনাব আলী কলেজ গেইটের সামনে সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা প্রায় অর্ধশত সবজির আড়ত গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ব্যাটেলিয়ন ওই উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রম চলে বেলা ১২টা পর্যন্ত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার ও মোকাম এলাকায় সওজ’র জায়গায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে বছরের পর বছর সবজির আড়ত পরিচালিত হয়ে আসছে। দেশের অন্যতম বৃহৎ সবজির হাট নিমসারে ইজারার মাধ্যমে বাজার পরিচালনার জন্য নির্দিষ্ট করে জায়গা বরাদ্দ থাকার পরও স্থানীয় একটি মহল ঐতিহ্যবাহী জুনাব আলী কলেজ গেইটের সামনের ও আশপাশের অংশ দখল করে অবৈধভাবে স্থাপনা ঘেরে সবজির আড়ত গড়ে তুলে।

উচ্ছেদাভিযান প্রসঙ্গে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, মহামান্য হাইকোর্টের নিদের্শনায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এখানে যাতে পুনরায় হাটবাজারের নামে অবৈধ স্থাপনা গড়ে না উঠতে পারে এজন্য আমাদের ফলোআপ থাকবে। তারপরও যদি কেউ অবৈধ স্থাপনা গড়ে তুলে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো। উচ্ছেদাভিযানে সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, সওজ’র বিভাগীয় উপ-প্রকৌশলী জাফরুল হায়দার, বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন, মোকাম ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুন্সিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ অভিযান

১৮ অক্টোবর, ২০২২
২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১
১৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ