বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় চালক-হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতির ভোর ৬ দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানা হরিনচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাক চালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী একটি পরিবহন বাস ও রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালক রাজু নিহত হয়। হেলপার রনিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।