Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ নেই সাদ হারিরির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১১:২৪ এএম

বিশ্বের দেশে যখন জোর করে নেতারা ক্ষমতায় থাকতে চান সেখানে নির্বাচিত হবার পরও প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়া লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের ব্যবসায়ী সাদ আল-হারিরি। দেশটির শীর্ষ পদে আর থাকতে চান না বলেও জানিয়েছেন তিনি। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন সে বিষয়ে আজ বৈঠকে বসার আগে বুধবার এ ঘোষণা দেন সাবেক এ প্রধানমন্ত্রী। খবর আল আরাবিয়ার।

প্রায় দুই মাস আগে প্রধামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাদ আল-হারিরি।

এর আগে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন হারিরি। দেশটির মন্ত্রিপরিষদ এবং প্রেসিডেন্ট মিশেল আউয়ের মধ্যে কয়েক দফা বৈঠকের পরেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এ বিষয়ে সময় ক্ষেপণ করতে চান না সাদ হারিরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ