Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার কলমাকান্দায় লড়ি অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ২

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ৫:০০ পিএম

নেত্রকোনা জেলার অভ্যন্তরীণ কলমাকান্দা-দূর্গাপুর সড়কের বাদে আমতৈল এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাথর বুঝাই লড়ির সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) ও কলমাকন্দা উপচেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লোকমান ভূঁইয়ার ছেলে কাইয়ুম ভূঁইয়া (৫৫)। আহতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের আমজাদ মিয়ার ছেলে মতি মিয়া (৫২), একই ইউনিয়নের নিলাখালী গ্রামের মৃত-হোসেন আলীর ছেলে কামাল উদ্দিন (৩৭)।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজার হতে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা কলমাকান্দা সদরের উদ্দেশ্যে রওনা হয়। অটোরিক্সাটি বাদে আমতৈল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর ভর্তি লড়ির সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আহত দুই যাত্রীকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। দূর্ঘটনার পর লড়ি চালক লড়িটি ঘটনাস্থলে রেখে দ্রæত পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানায়, লড়ির মালিক কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মৃত-আয়নল হকের ছেলে মোঃ জাকির হোসেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লড়ির চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে থানায় মামলা দায়ের করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ