মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সদ্যপ্রণীত নাগরিকত্ব আইন নিয়ে স্বাধীনতার পর ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়। মানবাধিকার প্রশ্নে সদা সরব এই লেখিকা বলেন, নতুন সংশোধিত নাগরিকত্ব আইন আমাদের সংবিধানের মেরুদন্ড ভেঙে ফেলবে এবং পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেবে। গত সোমবার অরুন্ধতী ভারতীয়দের আহŸান জানান তারা যেন এই সংশোধিত নাগরিকত্ব বিল ও জাতীয় নাগরিকপঞ্জি বাস্তবায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি বলেন, এতে করে সংবিধানের মেরুদন্ড ভেঙে যাবে। এছাড়া সরকারের মুদ্রা বদল নীতিরও সমালোচনা করেন অরুন্ধতী। তিনি বলেন, তিন বছর আগে যখন মুদ্রা পরিবর্তনের ঘোষণা আসে তখন আমরা ব্যাংকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে ছিলাম। সেই নীতি আমাদের অর্থনীতির মেরুদন্ড ভেঙে দেয়।
অরুন্ধতী বলেন, আমরা কি আবার সেই লাইনে দাঁড়াবো। ভারত যদি সত্যিই এটা মেনে নেয় তবে আমাদের অস্তিত্ব থাকবে না। স্বাধীনতার পরে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। দয়া করে সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।