নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উপলক্ষ্যে দেশের গনমান্য ব্যক্তিরা জানিয়েছেন শুভেচ্ছা। সেই তালিকা থেকে জাতীয় দলের ক্রিকেটাররাও বাদ যাননি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেনসহ অনেকেই তাদের ফেসবুক থেকে জানিয়েছেন বিজয়ের শুভেচ্ছা। সাকিব তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আতœত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেইদিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
মুশফিকুর রহিম জানিয়েছেন লাল-সবুজ পতাকার পেছনের গল্প, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনেকেই হয়তো আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকাটির পেছনের গল্প সম্পর্কে জানি না। এই বছর আমি এটা সবাইকে জানাতে চাই।সবুজের মাঝে লাল বৃত্তটা খানিক বাঁ দিকে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে পতাকা ওড়ার সময় এটিকে মাঝামাঝি মনে হয়। এটা বাংলার উদীয়মান সবুজ সূর্য এবং ১৯৭১ সালে আমাদের সূর্যসন্তানদের প্রতীকী বার্তা বহন করে। সবুজ রং দিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা বোঝানো হয়। আমরা এই পতাকাটা বহন করি গর্বের সঙ্গে। ১৬ ডিসেম্বর- এদিনের পাওয়া বিজয়ের আমাদের আরও অনেক বিজয়ের দরজা খুলে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও স্যালুট। আপনাদের কখনো ভুলবো না।’
মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির অহংকার। যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও বিন¤্র শ্রদ্ধা এবং সালাম!’ সাব্বিরও শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে, ‘সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা...।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।