Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের পাঁচ স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ৮:০৩ পিএম

ওপেন এশিয়া অ্যামেচার মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণ ও দু’টি রৌপ্যসহ ৭ পদক জিতেছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের কোলকাতা সাইন্স সিটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে ভারত, বাংলাদেশ, নেপাল, আফগানিস্থান ও ভুটানের শতাধিক ফাইটার অংশ নেন। তিন দিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ৬১ কেজি ওজন শ্রেণীতে মোহাম্মদ আবু রায়হান, ৫৭ কেজিতে হুসাইন কবির, ৬৪ কেজিতে সুফিয়ান আলম, ৫৩ কেজিতে আমরানুল ইসলাম ফয়সাল ও ৬০ কেজি ওজন শ্রেণীতে জাসপার লাল খামসাংস্বর্ণপদক জয় করেন। এছাড়া আবদুল আলী ইমরান (৬২ কেজি) এবং সাজিদ (৬৭ কেজি) জিতে নেন দুই রুপা। বাংলাদেশ দলের প্রশিক্ষকের দায়িত্বে হাবিব পারভেজ এবং টিম ম্যানেজার ছিলেন আবিদ হাসান তানভীর। টুর্নামেন্টে অংশ নিতে স্পন্সর হয়ে বাংলাদেশ দলকে আর্থিক সহযোগিতা করে নলেজ ভ্যালি স্কুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ