Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা ২ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ পিএম

স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে প্রবেশের দায়ে এ বছর খুব গোপনীয়তার সঙ্গে চীনা দু’জন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরে এ ঘটনা ঘটলেও তা গোপন ছিল। কিন্তু বিলম্বে এ খবর রোববার প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, ওই সামরিক ঘাঁটিটি ভার্জিনিয়ায় অবস্থিত। কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃত করা হয়েছে রিপোর্টে।

পত্রিকাটির কাছে এমন তথ্য দিয়েছেন ৬ জন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করেন, চীনা ওই দুই কর্মকর্তার মধ্যে কমপক্ষে একজন কূটনৈতিক পরিচয়ের আড়ালে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ