Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্রব্যমূলের কষাঘাতে জনজীবন দুর্বিষহ -মুফতী ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম

 ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। দ্রব্যমূলের কষাঘাতে জনজীবন দুর্বিষহ। তার মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির চেষ্টা সবমিলে দেশের সার্বিক পরিস্থিতি যেকোন সময়ের চেয়ে খারাপ। মানুষের নাগরিক অধিকার সর্বত্র ভুলুন্ঠিত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। মুফতী ফয়জুল করীম বলেন, ভারত বিভিন্ন অজুহতা তুলে সে দেশের মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়নের ফন্দি ফিকির করছে। ভারতের প্রধানমন্ত্রী নাগরিকদের মধ্যে বিভাজন করেছেন ধর্মের ভিত্তিতে।

এছাড়া, কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত প্রাইম প্লেট এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯ জন নিহত ও বহুসংখ্যক লোক অগ্নিদগ্ধ এর ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ