Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১:৩২ পিএম

রাজশাহী নগরীর সিটি বাইপাস এলাকায় আজ সকাল এগারোটায় ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। তার বাড়ি পবার দারুশা এলাকার ডাইংপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবুল বাইসাইকেলযোগে নগরী আমচত্তরের দিকে আসছিলেন। এসময় একটি ট্রাক পেঝন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রাকিবুল মারা যায়। সে পেশায় রাজমিস্ত্রী। রাকিবুলের প্রতিবেশী রঞ্জু শেখ জানান, রাকিবুলের বাবা ও মা দু’জনেই পৃথক বিয়ে করে আলাদা আলাদা সংসার করেন। বাধ্য হয়ে রাকিবুল সাত বছর বয়স থেকেই তার দাদি ইসামনের সঙ্গে থাকতেন। অভাবের সংসারে রাকিবুল শিশুকাল থেকেই নানা কাজকর্ম করে পড়া-লেখা করতেন। এভাবেই পড়া-শোনা চলতো তার। কিন্তু দশম শ্রেণি পর্যন্ত পড়া-লেখার পরে আর্থিক অনটনের কারণে পড়া-শোনা বন্ধ করে রাজমিস্ত্রীর কাজের সঙ্গে যোগ দেন। আর দাদি ভিক্ষা করেন। এদিকে নগর পুলিশের মুখপত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ