বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা শিমূলতলী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঢাকামুখী লোকাল বাসের চাপায় পিষ্ট হয়ে একই বাসের যাত্রী মা ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি (ঢাকা মেট্টো ব -১৪- ৮৯৭০ ) আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের ফজলু মিয়ার মেয়ে ও জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা (৪০) ও তার কোলে থাকা ছেলে আসিফ (৪)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর জানান, রাতে দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে এবং একই সময় নিহতরা বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ায়। পরে সেখান থেকে পড়ে দিয়ে একই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে তারা মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।