গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন স্তরে উন্নয়নকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও পিপিপি-এর একটি পাবলিক প্রাইভেট পার্টনারশীপ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সচিবালয়স্থ স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তিটি স্বাক্ষর হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম-এর উপস্থিতিতে চুক্তিটিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা, এডিবি’র পক্ষ থেকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, পিপিপি’র পক্ষে প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনের মহাপরিচালক মো. আবুল বাশার।
চুক্তি স্বাক্ষরের পূর্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ বিষয়ে একটা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, চুক্তিটি স্বাক্ষরিত হলে এ থেকে দেশের স্বাস্থ্যখাত উপকৃত হবে। এই চুক্তিটির যথার্থ বাস্তবায়নে দেশের ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সার্ভিসের ক্ষেত্রে বেশ অগ্রগতি আসবে বলে মনে হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার ৪টি হাসপাতালের ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সার্ভিস নিয়ে কাজ করে এখন একটি টিম অ্যানালাইসিস রিপোর্ট জমা দিলে সেই রিপোর্টের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে পরবর্তী উদ্যোগ হাতে নেয়া হবে”।
চুক্তিতে সরকার কি কি সুবিধা পেতে পারে সে প্রসঙ্গে সচিব আরো জানান, প্রাথমিকভাবে ৪টি হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট এর উপর কাজ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সেক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা বিভাগ, কমিউনিটি ক্লিনিক, কমিউনিকেটিভ বা নন-কমিউনিকেটিভ ডিজিস, কিডনি, ডায়ালাইসিস সার্ভিসের উপরে জোর দিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঢাকার যে ৪টি হাসপাতাল থেকে এই ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সার্ভিস সেবা শুরু হবে সেগুলি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।