Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

টেকনাফে বিট কর্মকর্তার দাপটে দুই শত একর জমিতে ইরিবোরো চাষ অনিশ্চিত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ৬:৪১ পিএম

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈঙ্গা কাটা গ্রামের দুই শত একর জমিতে ইরিবোরো চাষ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওই এলাকার বন বিভাগের জনৈক কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় এলাকার ৪০০ একর জমিতে ইরি-বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে। সৈয়দ আশিক আহমদ নামের ওই বন বিট কর্মকর্তা সরাসরি বন মন্ত্রীর দাপট দেখিয়ে এলাকার মানুষের নিকট থেকে চাঁদাবাজীসহ নানা ধরণের হয়রানী করার ও অভিযোগ পাওয়া গছে।

এলাকার অধিবাসীর সাথে কথা বলে জানা গেছে, ১৯৭৯ সাল থেকে প্রায় চল্লিশ বছর ধরে এলাকার শতাধিক পরিবারের লোকজন স্থানীয় পানির ছড়া খালে বাঁধ দিয়ে প্রায় দুই শত একর জমি চাষাবাদ করে আসছেন। ওই পানের ছড়া খালে বাঁধ দিয়ে চাষাবাদের জন্য এলাকাবাসী ১৯৭৯ সালে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তার অনুমোদন লাভ করে। সেই থেকে এই পর্যন্ত প্রায় চার শতাধিক পরিবারের সহস্রাধিক জনগণ সরকারি ওই খালে বাঁধ দিয়ে ইরিবোরো চাষ করে উপকৃত হয়ে আসছেন। এলাকায় শতাধিক পরিবারের সংখ্যালঘু চাকমা সম্প্রদায়ের লোকজনও রয়েছেন। যারা এই বাঁধের পানি থেকে সরাসরি উপকৃত হচ্ছেন।

কিন্তু সম্প্রতি হোয়াইক্যং বন অফিসের বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ হঠাৎ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ৪০ বছর ধরে
জনগণের ভোগ দখল করে আসা ওই পানির ছড়া খালে বাঁধ দেওয়ার ব্যাপারে বাধা প্রদান করে। এমনকি অনুমতি সাপেক্ষে বনবিভাগের উপকারভোগী লোকজনকে ও বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকার ভুক্তভোগীরা জানান, বন বিট কর্মকর্তা আশিক আহমদ গত দেড় বছর আগে ওই বনবিটে যোগদান করেছেন। সেখানে যোগদান করার পর থেকে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে তিনি পানের বরজের জায়গা লিজ দেওয়ার কথা বলেন অবৈধভাবে টাকা গ্রহণ করার অভিযোগ রয়েছে। এমনকি অনুমোদন সাপেক্ষে দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি ব্যবহারকারীদের কাছ থেকে বিনা কারণে কেড়ে নেয়ার
অভিযোগ ও পাওয়া গেছে।

এ বিষয়ে এলাকার জনগণ কক্সবাজার জেলা প্রশাসক কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা টেকনাফের নিবার্হী কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী দপ্তরে অভিযোগ দেয়ার পরেও এখনো ওই বন কর্মকর্তার দাপট বন্ধ হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে অনেক চেষ্টা করে সৈয়দ আশিক আহমদের সাথে তাঁর দুইটি মোটো ফোনে যোগাযোগ করা হলে তিনি বন মন্ত্রীর দাপট দেখানোর কতা অস্বীকার করলেও পানিরছড়া খালে বাঁধ দিতে বাধা দেয়ার ব্যাপার কোন সদ্বোত্তর দিতে পারেন নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনিয়ম

২৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ