মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসাদউদ্দিন ওয়াইসির দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম) জানুয়ারির শুরুতেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চায়। শুধু সমাবেশ করাই নয়, পশ্চিমবঙ্গ রাজ্যে পুরসভা নির্বাচনেরও প্রচারও শীঘ্রই শুরু করবে তারা। এআইএমআইএম’র নেতারা বলছেন, জানুয়ারির ব্রিগেড সমাবেশে ৮-১০ লাখ মানুষের জমায়েত করার লক্ষ্য নিয়েছে ওই দল। ব্রিগেডের সভা থেকেই পুর নির্বাচনের প্রচার শুরু করতে চায় এআইএমআইএম। ইতিমধ্যেই নাকি সংগঠনের কাজ অনেকটা সেরে ফেলেছেন তারা।
সম্প্রতি একাধিক সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে আসাদউদ্দিন ওয়াইসি মতো নেতার থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলবাদের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে আসাদউদ্দিনের নেতৃত্বাধীন ‘এআইএমআইএম’কে আক্রমণ করেন তিনি। হায়দরাবাদের দল বলে এআইএমআইএমকে চিহ্নিত করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে এই দলটি উত্তেজনা তৈরি চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই আসাদউদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গ রাজ্যে শক্তি বাড়ানোর ইঙ্গিত দিতে চলেছেন। জানুয়ারি মাসে ব্রিগেডে সমাবেশ করার তোড়জোড়ও শুরু করে দিয়েছে তার দল।
সংগঠনের রাজ্যস্তরের নেতা জামিরুল হাসান সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, ‘আমাদের দলের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি কলকাতায় সমাবেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা প্রস্তুতি শুরু করেছি।’ হাসানের আরও দাবি, ইতিমধ্যেই পুরুলিয়া ও দার্জিলিং ছাড়া রাজ্যের বাকি ২১ জেলার প্রায় সব ব্লকে সংগঠন তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সদস্য সংখ্যা ১০ থেকে ১৫ হাজার।
রাজনৈতিক মহলের বক্তব্য, এআইএমআইএম রাজ্যে শক্তিশালী হলে তৃণমূল কংগ্রেসের মুসলমান ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে পারে। শেষ আদমশুমারি অনুযায়ী রাজ্যে ২৭.০১ শতাংশ মুসলমান সম্প্রদায়ের মানুষ। তবে সংখ্যার বিচারে এগিয়ে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুর। তবে জামিরুল হাসান মানতে নারাজ যে এআইএমআইএম মুসলমান ভোটের উপরেই মূলত নির্ভর করছে। তবে তাদের প্রচারে যে এই রাজ্যে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ হচ্ছে সেটা গুরুত্ব পাবে তা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার দাবি, ইতিমধ্যেই মিমকে এআইএমআইএম’কে পেতে শুরু করেছে শাসকদল। আর তাই ভুয়া মামলায় ফাঁসানো হচ্ছে দলের নেতা, কর্মীদের। সূত্র: ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।