বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার দৌলতপুরে হামলায় আহত জিয়ারুল মারা গেছেন। এ ছাড়াও ওই এলাকায় আরেকটি সংঘর্ষে অন্তত আহত হয়েছে ৩ জন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হাসপাতালে।
নিহত ব্যক্তি উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামের জিয়ারুল ইসলাম (৪২)। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, দু’দিন আগে চাচাত ভাইদের সাথে বিদ্যুতের লাইন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়ারুল ইসলামকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে প্রতিপক্ষরা আহত করে ।
পরে তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে সে মারা যায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় পুলিশর পক্ষ থেকে।
অপরদিকে গতকাল শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সৌদিমোল্লাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ ৩জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।