বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার সাকোয়া ইউনিয়নের নগর সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাছাড়ী গ্রামের হামিদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) এবং একই গ্রামের গৌতমের ছেলে সবুজ (২২)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলার নগর সাকোয়া এলাকায় বোদা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওই অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সবুজ নামে আরও একজনের মৃত্যু হয়।
বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।