Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার-এট-ল ডিগ্রি লাভে শুভেচ্ছায় সিক্ত জাইমা রহমান

আবদুল মোমিন | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১০:০৮ এএম | আপডেট : ১২:৫৭ পিএম, ৫ ডিসেম্বর, ২০১৯

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা: জোবায়দা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান বার-এট-ল ডিগ্রি অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় জায়মা জাইমার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ‘ইনার টেম্পল’ থেকে বার অ্যাট ল’ (লিঙ্কস ইন) করেন তিনি। এরআগে তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ব্যারিস্টার জাইমা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসাথে তার উত্তোরত্তর সাফল্য-সমৃদ্ধি কামনা করছি।

 

ফেইসবুকে অভিনন্দন জানিয়ে মো. আলমগীর লিখেছেন, ‘‘মাশাল্লাহ, দোয়া ও শুভ কামনা রইলো। যতদিন বেছে আছি সুখেদুঃখে জিয়া পরিবারের সাথে ছিলাম, আছি, থাকব। এই পরিবারটি সুখে থাকলে আনন্দ পাই, দুঃখে থাকলে আমিও দুঃখের সাগরে ভেসে যাই।’’

 

গাজী মনির লিখেছেন, ‘‘মাশাআল্লাহ, দোয়া করি জিয়া পরিবারের সুনাম ধরে রাখবে। আর দাদাদাদির মতো বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে তাই আমরা চাই। আল্লাহপাক যেন মনের আশা পূর্ণ করেন এবং নেক হায়াত দান করেন। আমিন।’’

‘‘আল্লাহ্ রাব্বুল আলামিন আপনাকে আপনার বাবা, মা, এবং আপনার দাদিসহ সবাইকে নেক হায়াত দ্বান করুন, সুস্থ্য রাখুন হিফাজতে রাখুন এবং আমাদের বাংলাদেশকে আল্লাহ্ হিফাজতে রাখুন’’ লিখেছেন এইচএম হাবিব।

সরদার শাহ ইমরান লিখেছেন, ‘‘অভিনন্দন ও শুভ কামনা রইলো। প্রতিক্ষায় গোটা দেশ, গর্ব বিপ্লবী জনতার, অহংকার জাতীয়তাবাদী দলের। শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি লও লও, লও সালাম।’’

 

জাইমাকে শুভেচ্ছা জানিয়ে নাদিম চৌধুরী লিখেছেন, ‘‘বিএনপির ভবিষ্যৎ কর্ণধার বিএনপি ও জিয়া পরিবারের প্রাণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী ব্যারিস্টার জাইমা রহমান তোমাকে স্নেহ ও ভালোবাসা জানাই। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে কান্ডালা লাল ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা রইলো।’’

 

 

‘‘শুভেচ্ছা ও অভিনন্দন জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আপনার জন্য শুভ কামনা’’ লিখেছেন বাহাদুর। 

নুর নবী ডালিম লিখেছেন, ‘‘জিয়া পরিবার বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও বাহক। দেশনায়ক জনাব তারেক রহমান ও জোবাইদা রহমানের সুযোগ্য কন্যা ব্যারিষ্টার জায়মা রহমান এর জন্য দোয়া ও শুভ কামনা রইলো।’’

জানা গেছে, জিয়া পরিবারের আগামী উত্তরসূরি জাইমা রহমানের এই সাফল্যের জন্য বিএনপি ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা: জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান ওয়ান ইলেভেনের পর থেকে বাবা-মা’র সঙ্গে লন্ডনে অবস্থান করছেন। দাদি খালেদা জিয়ার অনুপ্রেরণায় জাইমা রহমান আইনী পেশা বেছে নেন।

আবদুল মোমিন:

 

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • Md. Motahar Hossain ৫ ডিসেম্বর, ২০১৯, ১১:১৯ এএম says : 0
    Dear Miss. Jaima Rahman, At first my cordial salam to you & your family. I hope that you & your family is very fine. I & all people of Bangladesh is very pleasure & proud to your success of Bar Aid Law. Also I pray that you ready for service of Bangladesh. We believe it. God Bless you & your family. End
    Total Reply(0) Reply
  • kamal ৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৪ এএম says : 0
    Congratulations Ms. Zaima Rahman for being qualified as Bar at Law. Hope you will be able to contribute to the Nation as well as to keep ahead family heritage.
    Total Reply(0) Reply
  • Dr. Jahangir Miah ১৯ ডিসেম্বর, ২০১৯, ২:৫০ এএম says : 0
    Congratulations! Jaima, You’re the new voice for Billions of Bangladeshis. We all have highest hope May Allah S.T. give you an opportunity to make meaningful change in Bangladesh.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ