Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেসুস দ্যুতেতি দুইয়ে সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

 গ্যাব্রিয়াল জেসুসের জোড়া গোলে দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। বার্নলিকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে এখন সিটিজেনরা। প্রতিপক্ষের মাঠে পরশু রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। তাদের অন্য দুই গোলদাতা রদ্রি এরনান্দেস ও রিয়াদ মাহরেজ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে সিটির খেলোয়াড়রা। ২৪ মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে নেন জেসুস। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান। ডান দিক থেকে বের্নার্দো সিলভার দারুণ ক্রসে বল ছোট ডি-বক্সের বাইরে পেয়ে জোরালো ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। ৬৮তম মিনিটে রদ্রি ব্যবধান আরও বাড়ান। দাভিদ সিলভার শট একজনের পায়ে লেগে বল চলে যায় রদ্রির পায়ে। বুলেট গতির শটে বল জালে পাঠান খানিক আগেই বদলি নামা এই স্প্যানিশ মিডফিল্ডার। ৮৭তম মিনিটে আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ দূরপাল্লার শটে স্কোরলাইন ৪-০ করলে জয় নিশ্চিত হয়ে যায় সিটির। দুই মিনিট পর স্বাগতিকদের একমাত্র সান্ত¡নাসূচক গোলটি করেন রবার্ট ব্র্যাডি। ১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। আসরে এখন পর্যন্ত অপরাজিত লিভারপুল ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ