Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাডমিন্টনের ব্রোঞ্জপদক নিশ্চিত

কাঠমান্ডু (নেপাল) থেকে স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ৮:০৯ পিএম

অবশেষে নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস ব্যাডমিন্টনে বাংলাদেশের পদক নিশ্চিত হলো। দলগত, একক, দ্বৈতে হোঁচট খাওয়ার পর মিশ্র দ্বৈতে আলো জ্বালালেন সালমান ও উর্মি জুটি। এসএ গেমসে এর আগের পদকগুলি এসেছিল দলগততে। এবার এলো মিক্সড ডাবলসে। বুধবার পোখারার কাভার্ড হলে সবগুলি ম্যাচই ছিল কোয়ার্টার ফাইনালের। এদিন বাংলাদেশের সব প্রতিযোগি হারলেও সালমান ও উর্মি জুটি ২১-১৩ ও ২১-১৭ পয়েন্টে নেপালের নবীন ও নাংজাল জুটিকে হারিয়ে সেমিতে উঠার টিকিট পেয়েছেন। ব্যাডমিন্টন ডিসিপ্লিনে সেমিতে উঠতে পারলেই ব্রোঞ্জ নিশ্চিত হয়। সেমিফাইনালে ওঠা চার দলের মাঝে জয়ী দুটি দল খেলবে ফাইনালে। পরাজিত বাকি দুটি দলকেই ব্রোঞ্জ মেডেল দেয়া হয়। এছাড়া গতকাল কোয়ার্টার ফাইনালে কোয়ার্টারে সিবগাত ২-০ সেটে হারেন নেপালের রতন জির কছে, এলিনা ২-০ সেটে হারেন শ্রীলঙ্কার দিলমদিয়াশের কাছে, শাপলা ২-০ সেটে হারেন শ্রীলঙ্কার রতœা শিরির কাছে, বৃষ্টি-রেহানা জুটি ২-০ সেটে ভারতের কুহু-অনুশিকা জুটির কাছে, শাপলা-এলিনা জুটি ২-০ সেটে ভারতের জাককাম পুরি ও নেলা কুতিৃ জুটির কাছে হারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ গেমস

১ জানুয়ারি, ২০২০
১০ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ