নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ছয় মাসের প্রস্তুতিতে এসএ গেমস খেলতে নেপালে এসেছিল বাংলাদেশ নারী ও পুরুষ খো খো দল। দেশে ম্যাটে অনুশীলনের সুযোগ না পেলেও কাঠমান্ডুতে এসে ম্যাটেই খেলতে হয়েছে বাংলাদেশকে। গত আসরে খো খো তে মেয়েরা জিতেছিল রৌপ্য। কিন্তু এবার জিতেছে ব্রোঞ্জপদক। বুধবার কৃতিপুরে শ্রীলংকাকে ইনিংস ও ২ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জপদক জিতে নারীরা। মেয়েদের এই পারফরম্যান্সের জন্য আয়োজকদের বিমাতাসূলভ আচরনকে সামনে এনেছেন বাংলাদেশ খো খো ফেডারেশনের কর্তারা। মেয়েরা পদক ধরে রাখতে না পারলেও ছেলেরা ঠিকই রৌপ্য ধরে রেখেছে। ফাইনালে ভারতের কাছে ইনিংস ও ৭ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। কম প্রস্তুতি নিয়ে খো খো তে রৌপ্য জেতায় খুশি ছেলেরা। ম্যাচের পর বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উচছাস করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।