নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের চতুর্থ দিনে বুধবার কোনো স্বর্ণপদক জিতেনি বাংলাদেশ। তবে কারাতে দলগত ইভেন্টে প্রতিপক্ষকে মাত্র ৯০ সেকেন্ডে হারিয়ে এবারের গেমসে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের মোহাম্মদ রমজান। তিন মিনিটের ফাইট মাত্র ৯০ সেকেন্ডে শেষ করেন তিনি। রমজানের রেকর্ডের দিনে সেমিফাইনালে শ্রীলংকার কাছে ৩-২ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। শুরুতে রমজান ১ পয়েন্ট নেন পাঞ্চ করে। এরপর ফেস কিকে ৩ পয়েন্ট নেন। মাঝে শ্রীলঙ্কার খেলোয়াড় ২ পয়েন্ট নেয়। এরপর রমজান আবার ফেস কিকে ৩ পয়েন্ট নেন। কিছুক্ষণ পর শ্রীলঙ্কার প্রতিযোগীকে ম্যাটে ফেলে পাঞ্চ করে আবার ৩ পয়েন্ট পান। তাতে মাত্র ৯০ সেকেন্ডেই ১০-২ ব্যবধানে জিতে যান রমজান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।