প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডের ‘পতি পত্নী অওর উও’, ‘পানিপথ’ এবং ‘আধার মুক্তি পাবে। এর মধ্যে প্রথম দুটির খুব বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। কমেডি ফিল্ম ‘পতি পত্নী অওর উও’ মুক্তি পাবে টি-সিরিজ সুপার ক্যাসেট্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে। ভূষণ কুমার কৃষণ কুমার এবং রেনু রবি চোপড়া ফিল্মটি প্রযোজনা করেছেন। মুদাস্সার আজিজের পরিচালনায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, ভূমি পেদনেকার, অনন্যা পা-ে, অপরশক্তি খুরানা, মনু ঋষি চাদা, সানি সিং নিজ্জার, রাজেশ শর্মা, কে কে রায়না, নবনী পারিহার। তনিষ্ক বাগচী, রোচক কোহলি, সাচেত-পরম্পরা, টোনি কাক্কার, লিজো জর্জ, ডিজে চেতাস সঙ্গীত পরিচালনা করেছেন। আশুতোষ গোয়ারিকার প্রডাকশন্স এবং ভিশন ওয়ার্ল্ডের ব্যানারে ‘পানিপথ’মুক্তি পাচ্ছে। পিরিয়ড অ্যাকশন ড্রামাটি প্রযোজনা করেছেন সুনিতা গোয়ারিকার এবং রোহিত শেতাতকার। আশুতোষ গোয়ারিকারের পরিচালনায় অভিনয় করেছেন অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত, কৃতি সানোন, পদ্মিনী কোলহাপুরি, কুণাল শশী কাপুর, জিনাত আমান, মোহনিশ বেহল, মির সারোয়ার, মিলিন্দ গুনাজি, নওয়াব শাহ, সাহিল সালাথিয়া, রবীন্দ্র মহাজন, অভিষেক নিগম এবং মান্ত্রা। অজয় গোগাবালে এবং অতুল গোগাবালে সঙ্গীত পরিচালনা করেছেন। জিও স্টুডিওস এবং দৃশ্যম ফিল্মসের ব্যানারে কমেডি ড্রামা ‘আধার’ মুক্তি পাচ্ছে। প্রযোজনায় মনীশ মুন্দ্রা। সুমন ঘোষের পরিচালনায় অভিনয় করেছেন বিনীত কুমার, রঘুবীর যাদব, সৌরভ শুক্লা, পৃথ্বী এবং সঞ্জয় মিশ্র। শান্তনু মৈত্র সঙ্গীত পরিচালনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।