Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকচাপায় রংপুরে ২ শিক্ষার্থী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ২:২১ পিএম

সড়কে শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল থাকছে না। এবার রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন- হোসেন সাব্বির (১৮) ও আল ফারাবি (৭)। বুধবার সোয়া ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের আখিরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন সাব্বির শঠিবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র। তিনি উপজেলার মাহিয়ারপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে ও আল ফারাবি (৭) কবি নজরুল ইসলাম স্কুলের ছাত্র। তার বাড়িও একই এলাকায়।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, সকাল ৯টার দিকে ফারাবি ও সাব্বির উপজেলার মাহিয়ারপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শঠিবাড়ীতে যাচ্ছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের আখিরা ব্রিজের কাছে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ফারাবির মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ