মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে গত দুই দিনে ৯৬ যোদ্ধাসহ শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে, ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক দল।
সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রীত এলাকায় গত শনিবার থেকে শুরু হয় অভিযান। এতে সরকার বাহিনীর ৫১ জন এবং ৪৫ জন বিদ্রোহী নিহত হয়।
ইদলিবের উত্তরপূর্বাঞ্চল থেকে বিদ্রোহীদের হঠাতে সরকারি বাহিনী এখনও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। গত আগস্টে রুশ নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের সাথে অস্ত্রবিরতিতে সম্মত হলেও চলে অভিযান অব্যাহত রয়েছে। এতে এক হাজারের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত ৮ বছরে দেশটিতে সংঘর্ষে ৩ লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।