নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস টেবিল টেনিসে (টিটি) রৌপ্যপদক জয়ের আশা নিয়ে কাঠমান্ডু আসলেও ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ পুরুষ টিটি দলের সেরা তারকা জাভেদ আহমেদ। কাঠমান্ডুতে এসেই জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। তার জ্বর ভাবিয়ে তুলেছে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের কর্মকর্তাদের। তাদের কপালে এখন চিন্তার ভাজ। কারণ সোমবারই জাভেদকে নামতে হবে খেলতে।
টিটির জাতীয় দল সুত্র জানায়, ৩০ নভেম্বর নেপাল আসার পথে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরেই অসুস্থ বোধ করেন জাভেদ। কাঠমান্ডু আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় দেড় ঘণ্টা দেরি করে। যান্ত্রিক ক্রুটির কারণে এই দেরি হয়েছে বলে পাইলট জানিয়েছিলেন। যাত্রা পথের দেরী এবং পরে কাঠমান্ডুতে এসে ঠান্ডার কারণে জ্বরে আক্রান্ত হয়ে পড়েন জাভেদ। সকাল-সন্ধ্যা কাঠমান্ডুতে তাপমাত্রা নেমে আসে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। তাই হিম ঠান্ডায় অসুস্থ জাভেদ খুবই বিপাকে পড়েছেন। এ প্রসঙ্গে জভেদ রোববার বলেন, ‘বিমান থেকেই আমি কিছুটা অসুস্থ বোধ করছিলাম। কাঠমান্ডুর আবহাওয়া আর শরীরে সহ্য হয়নি। তাই জ্বরে পড়েছি।’ টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘কাঠমান্ডুতে এসে একটা বাজে অবস্থার মধ্যে পড়েছি। প্রচন্ড ঠান্ডায় আমরা বের হতে পারছি না রুম থেকে। আমাদের এক নম্বর খেলোয়াড় জাভেদ এখন বিছানায়। তাকে ডাক্তার এসে দেখে গেছেন। ঔষুধ দিয়েছেন। সোমবার তার খেলা রয়েছে। জানি না কি হবে। আশাকরি তাকে আমরা টিটি কোর্টে পাবো।’ তিনি যোগ করেন, ‘জাভেদসহ দলের তিন/চারজনের উপর ভসরা করে রুপা জেতার আশায় নেপালে এসেছি। এখন যদি জাভেদ খেলতে না পারে তাহলে আমাদের স্বপ্ন ভেঙ্গে জেতে পারে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।