গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে ঢাকার বেইলি রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান।
পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে জাকির হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তার চিকিৎসক স্ত্রী ফাতেমা জাহান।
পুলিশের একটি দল তখন ওই বাসায় গিয়ে ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়।
পরে ফাতেমা (৩৯) তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যৌতুকের দাবিতে জাকির তাকে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয় মামলায়।
মামলা হওয়ার পর পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে জানিয়ে অতিরিক্ত উপ-কমিশনার আজিমুল হক বলেন রোববার তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।