Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে

দুর্ভোগে যাত্রীরা, কৃষিপণ্য নিয়ে বিপাকে কৃষক

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১:৪১ পিএম

নৌযান শ্রমিককে খাদ্য ভাতা, দুর্ঘটনায় মৃত্যুতে ক্ষতিপূরণ ১০ লাখ টাকা ও সব নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে অনির্দিষ্ট কালের জন্য নৌ ধর্মঘট চলছে। শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মসূচির কারণে জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঝালকাঠি থেকে ঢাকা, চাঁদপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, বরগুনাসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। ধর্মঘটের কারণে কৃষিপণ্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বাণিজ্যিক বন্দরখ্যাত জেলার ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়াও বন্ধ হয়ে গেছে ধর্মঘটের কারণে। নৌযান শ্রমিকরা আজ শনিবার সকাল থেকে দাবি আদায়ের লক্ষ্যে ঘাটে অবস্থান নিয়েছেন। নৌযান শ্রমিকরা জানিয়েছেন, বারবার আশ্বাস দিয়েও তাদের দাবি পূরণ করছেন না সরকার এবং মালিক পক্ষ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তারা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ