নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নবগঠিত দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে নবগঠিত এই কাউন্সিলের ১ম উদ্ভোধনী কংগ্রেসে সর্বসম্মতিক্রমে সংস্থাটির ১ম সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের (বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান) প্রতিনিধিরা কংগ্রেসের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গতকাল র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিল মূলত দাবার সর্বোচ্চ বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা International Chess Federation (FIDE) এর একটি প্রয়াস। এই কাউন্সিল সংশ্লিষ্ট অঞ্চলের দাবা খেলাকে উন্নয়নের লক্ষ্য নিয়ে একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে আত্মঃপ্রকাশ করেছে। ভারত কাউন্সিলের সহ-সভাপতি (Deputy President) ও শ্রীলংকা সেক্রেটারি জেলারেল হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশকে কাউন্সিলের সভাপতি নির্বাচিত করায় কাউন্সিলের নবর্নিবাচিত সভাপতি ড. বেনজীর আহম্মেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।