যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
বাংলাদেশ বিশ্ব দরবারে এখন উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা দেশে পর্যাপ্ত পরিমাণে রেমিট্যান্স পাঠানোর পাশাশি ব্যাপকভাবে বিনিয়োগ করুন। কারণ আপনাদের প্রেরিত রেমিট্যান্স ও বিনিয়োগ দেশের উন্নয়নে অনেক বড় চালিকাশক্তি। তাই দেশের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। গত বুধবার রাতে দুবাইয়ের আবির বিএনবি রেস্টুরেন্ট হলরুমে সেন্টার ফর এনআরবির ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৯ এর আয়োজিত এক্সপো ২০২০ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারর্সন এস, এম, শেকিল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। তিনি তার বক্তব্যে বলেন, দুবাইয়ে অনুষ্ঠিতব্য এক্সপো ২০২০ তে বিশ্বের ১৯২টি দেশ অংশ গ্রহণ করবে। এতে দুটি শ্রেণীতে প্যাভিলিয়ন ভাগ করা হয়েছে। এসিটেন্ট প্যাভিলিয়ন ও রেন্টেড প্যাভিলিয়ন। এতে খুশির খবর হলো বাংলাদেশের প্যাভিলিয়ন রেন্টেড প্যাভিলিয়নের তালিকায় রয়েছে। তিনি আরো বলেন, আগামী বছরের অনুষ্ঠিতব্য দুবাই গ্লোবাল ভিলেজে যাতে সুন্দরভাবে একটি বাংলাদেশি প্যাভিলিয়নের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে ব্যবসায়ীদের নিয়ে আপ্রাণ চেষ্টা থাকবে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের। আরো বক্তব্য রাখ্নে, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, জনতা ব্যাংকের সিইও আমিরুল হাসান, সুরমা গ্রুপের চেয়ারম্যান সাহেদ আহমেদ রাসেল, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আবিরের সভাপতি মোহাম্মদ ওসমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সৈনিক, মোহাম্মদ শফিউল আলম, কাজী মোহাম্মদ আলী, এনামুল হক চৌধুরী প্রমূখ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।