Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণ জিতলেই ৬ লাখ টাকা!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ৮:২৬ পিএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণ জিতলেই বাংলাদেশের ক্রীড়াবিদদের ৬ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। শুধু সোনাজয়ীরাই পুরস্কার পাবেন না রৌপ্য ও ব্রোঞ্জপদক জয়ীদেরও পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে রুপাজয়ীরা ৩ লাখ ও ব্রোঞ্জপদক জয়ীদের ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এমন ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে আয়োজিত এসএ গেমস নিয়ে এক মতবিনিময় সভায় ক্রীড়াবিদদের উৎসাহমূলক পুরস্কারের ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন,‘সর্বশেষ গৌহাটি-শিলং এসএ গেমসে আমরা ৪টি স্বর্ণপদক জিতেছিলাম। যেসব ক্রীড়াবিদ স্বর্ণ পেয়েছিলেন তাদেরকে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী ফ্লাট উপহার দিয়েছেন। আশা করি, এবার ক্রীড়াবিদরা আরো ভালো ফলাফল করবেন। আমার ধারণা তারা এবার গত আসরের চেয়ে অনেক বেশি ভালো করবেন।’

অর্থ পুরস্কারের ঘোষণা দিয়ে জাহিদ আহসান রাসেল বলেন, ‘নেপালে ব্যক্তিগত ইভেন্টে যারা স্বর্ণ জিতবেন তাদের ৬ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। রৌপ্য জিতলে পাবেন ৩ লাখ টাকা করে এবং ব্রোঞ্জপদক জয়ীরা পাবেন ১ লাখ টাকা করে। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জিতলে প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে। রৌপ্যজয়ীরা ৫০ হাজার টাকা করে এবং ব্রোঞ্জপদক জয়ীদের দেয়া হবে ৩০ হাজার টাকা করে অর্থ পুরস্কার।’

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম। আগামী ১ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পর্দা উঠছে এসএ গেমসের ১৩তম আসরের। তবে গেমসের ভলিবল ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে। নেপাল এসএ গেমসের পর্দা নামবে ১০ ডিসেম্বর। এবারে আসরে ২৭ ডিসিপ্লনে খেলা হলেও বাংলাদেশ অংশ নিবে ২৫টিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ গেমস

১ জানুয়ারি, ২০২০
১০ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ