Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ডাম্পার চাপায় দুজনের মৃত্যু

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ৭:১৩ পিএম

কক্সবাজার জেলার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তারকুল নামক স্থানে ডাম্পার দূর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন আবুল বশর (৮৫) নামের এক বৃদ্ধ ও খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাহাদ। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর ২ টায়।

তাদের পরিচয় নিশ্চিত করেছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার নাছির উদ্দীন। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় বিয়ে বাড়িতে যাওয়ার অপেক্ষারত দুইজনকে

হঠাৎ বেপরোয়া গতির ঘাতক ডাম্পার চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটাস্থলে আবুল বশর (৮৫) মারা যান।

ঘটনার আধাঘন্টা পর ক্রেন দিয়ে ঘাতক ডাম্পারটি তুলে স্কুল ছাত্র ফাহাদকে ডম্পারের নিছে থেকে উদ্ধার করা হয়। সাথে সাথে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলেও বাচাঁনো সম্ভব হয়নি স্কুল শিক্ষার্থী ফাহাদকে।

বেপরোয়া গতির ডাম্পারটি তখন চালাচ্ছিল ওই ডাম্পারের হেলপার। ওই ঘাতক ডাম্পারটি বহুল আলোচিত ও সমালোচিত আওয়ামী মটর চালকলীগের নেতা দরগাহ পাড়া এলাকার দিদারের বলে নিশ্চিত হওয়াগেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ