Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ৫:৩৮ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় জাহিদুল ইসলাম (২০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত জাহিদুল ইসলাম (২০) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের গুনু মিয়ার ছেলে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, কনস্টেবল জাহিদুল ইসলাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এক মাসের জন্য তিনি পিরিজপুর পুলিশ ক্যাম্পে ডেপুটেশনে এসেছিলেন। এলাকাটি ডাকাতিপ্রবণ হওয়ায় নিয়মিত চেকপোস্ট বসানো হয়। গত বুধবার রাতে এখানে কর্মরত ছিলেন জাহিদুল ইসলাম। ভোরে তিনি রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ