বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ৪৯ বিজিবি শহরতলী নতুনহাট থেকে ৫৮হাজার ৩০০ কেজি ভারতীয় পানপাতাসহ ০৯ টি ট্রাক আটক করেছে। যার মূল্য ৩,৪১,৬০,০০০/- (তিন কোটি একচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি বৃহস্পতিবার সকালে দৈনিক ইনকিলাবকে জানান, দীর্ঘদিন যাবত কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল আনা নেওয়া করে। যার প্রেক্ষিতে বিজিবি’র বিশেষ গোয়েন্দা অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে পূর্ব তথ্যের ভিত্তিতে বুধবার রাতে যশোর ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আব্দুল মতিন এর নের্তৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর কোতয়ালী থানাধীন নতুন হাট নামক স্থানে মেইন রোড হতে ০৯ টি ট্রাকসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ৫৮৩০০ কেজি পান পাতা আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।