বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় গাঁজা ভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর পৌনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের উপজেলার শুভপুর রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ছাগলনাইয়া থানার পুলিশ গাঁজা ভর্তি ট্রাকটিকে আটক করে। এসময় ট্রাকটিতে (নংঃ ফেনী-ট-১১-০১৪২) তল্লাশি চালিয়ে ৩টি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৯ লক্ষ টাকা। পুলিশ জানায় ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদ খান চৌধুরী নেতৃত্বে এএসআই আবদুর রহিম মাকসুদ ও আলমগীরসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটিকে থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আন্তর্জাতিক চোরাকারবারী দলের সদস্য ও ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রামের আলী আহাম্মদের পুত্র আবুল খায়ের ওরফে বড় মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদ খান চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।