Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ১৫ হাজার ভারতীয় মুদ্রাসহ এক মুদ্রা পাচারকারী আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৭:১৯ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জোয়ানরা বুধবার দুপুরে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গোবরছনা নামক স্থানে অভিযান চালিয়ে ১৫ হাজার ভারতীয় রুপীসহ এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে। 


বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোণার অধিনায়ক সাব্বির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া বিওপি’র নায়েক মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি একটি টহল দল বুধবার ১টার দিকে ভারতীয় সীমান্ত ১১৪২/১ এস নং মেইন পিলারের কাছ দিয়ে এক ব্যাক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশী চালিয়ে ১৫ হাজার ভারতীয় রুপী উদ্ধার এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত যুবক হচ্ছে, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার উত্তর রাণীপুর গ্রামের মৃত আতাবুদ্দিনের পুত্র জান্নাত মিয়া (৩০)।

পরে আটককৃত মুদ্রা পাচারকারী জান্নাতকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনা

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ