বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারাদেশে ৮০টি ইউনিয়ন পরিষদে আগামী ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচন ও উপ নির্বাচন হবে। এদিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
এরমধ্যে ৬টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন হবে। বাকি ৭৪টি ইউপিতে বিভিন্নপদে উপ-নির্বাচন হবে।
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান ও উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তর কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর; মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ডিসেম্বর; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ ডিসেম্বর ও ভোট ৩০ ডিসেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।