Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে লাইটার জাহাজ ধর্মঘটে পণ্য পরিবহন স্থবির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ২:৪৯ পিএম

ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে লাইটার জাহাজ (পণ্যবাহী ছোট জাহাজ) চলাচল বন্ধ রয়েছে। ১৫ দফা দাবিতে সরকার সমর্থক নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ এ ধর্মঘট আহ্বান করেছে। শ্রমিকেরা জাহাজ চালানো ও কাজ বন্ধ রেখেছে। কর্ণফুলী নদীর ১৬টি ঘাটেও লাইটার জাহাজ থেকে মালামাল খালাস বন্ধ আছে। এতে করে পণ্যপরিবহন স্থবির হয়ে পড়েছে। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন, সকাল থেকে লাইটার জাহাজ শ্রমিকদের একাংশের বাধার কারণে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে কাজ হচ্ছে না। লাইটার মুভমেন্টও বন্ধ। পাশাপাশি কর্ণফুলী নদীর ঘাটগুলোতেও কাজ বন্ধ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে থাকা মাদার ভেসেল (বড় জাহাজ), কর্ণফুলী নদীর ১৬টি ঘাট এবং বিভিন্ন জেটি থেকে এসসব লাইটার জাহাজে করে দেশের বিভিন্ন স্থানে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহন করা হয়। চট্টগ্রাম থেকে সারাদেশে চলাচলকারী প্রায় দেড় হাজার লাইটার জাহাজ আছে। এসব জাহাজের মালিক প্রায় আটশজন। এগুলোসহ সারাদেশে সব নৌরুট মিলিয়ে প্রায় ছয় হাজার লাইটার জাহাজ চলাচল করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ