Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ইউপি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ঢাকার সাভারে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও দুই সহযোগীসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হচ্ছে- সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. অজল হক (৪৯) ও তার সহযোগী ফুল বার্ট রোজারিও (৪০) এবং কামরুল ইসলাম (২৪)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ লিটার চোলাই মদ, ৫০ লিটার চোলাই মদ তৈরির তরল উপকরণ ও চোলাই মদ বিক্রিত ৫ হাজার ২০০ টাকা। সোমবার সন্ধ্যায় বিরুলিয়ার কমলাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর গ্রামের ফুল বার্ট রোজারিও এর বসত বাড়ির পশ্চিম পাশের ঘরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ