Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মশা নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে করবে রাসিক

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। আজ মঙ্গলবার হতে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে সকাল ও বিকেলে দুইবেলা ১৮ দিন ও কেন্দ্রে ৭ দিন করে মোট ২৫দিন চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে।

২৭ নভেম্বর হতে ২১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ৯, ১১, ১২, ১৩, ২০নং ওয়ার্ড এলাকায়, বৃহস্পতিবার ৪, ৬, ৭, ৮, ১০নং ওয়ার্ডে, শনিবার ১, ২, ৩, ৫, ১৪নং ওয়ার্ডের এলাকা, রবিবার ১৫, ১৬, ১৭, ১৮, ১৯নং ওয়ার্ডে, সোমবার ২১, ২২, ২৩, ২৪, ২৫নং ওয়ার্ডে, মঙ্গলবার ২৬, ২৭, ২৮, ২৯, ৩০নং ওয়ার্ডে ফগার স্প্রে করা হবে। শুক্রবার কেন্দ্রীয় পর্যায়ে ফগার স্প্রের কর্মপরিকল্পনায় মহানগরীর বিভিন্ন সরকারী, আধা-সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালিত হবে।

এছাড়াও কেন্দ্রীয় পর্যায়ে ফগার স্প্রে কর্মপরিকল্পনায় ২৯ নভেম্বর শুক্রবার হড়গ্রাম বাজার, হেলেনাবাদ কলোনী, কোর্ট চত্বর, আরআরএফ, পুলিশ লাইন, দুর্নীতি দমন কমিশন ও কোয়ার্টার, ডিআইজি অফিস, মিশন হাসপাতাল, নির্বাচন কমিশন অফিস, বাংলাদেশ ব্যাংক। লোক প্রশাসন অফিস, কর অফিস এলজিইডি অফিস, বিভাগীয় কমিশনার অফিস, ফায়ার সার্ভিস, বাংলাদেশ ব্যাংক। নিউগভঃ ডিগ্রী কলেজ, মহিলা কলেজ, হোস্টেল, শহীদ নজমুল হক স্কুল, হেতমখাঁ গার্লস স্কুল, লোকনাথ হাই স্কুল, কলেজিয়েট স্কুল, শিক্ষা অফিস, সিটি সেন্টার।

আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সিএন্ডবি অফিস, লক্ষীপুর গার্লস স্কুল, শিক্ষা বোর্ড, জিপিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। বাটার মোড়, টেলিফোন এক্সচেঞ্জ অফিস, রেলগেট টিএন্ডটি কোয়ার্টার, এতিমখানা, সেনানিবাস, শেখ রাসেল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সককারী ভারতীয় হাইকমিশন অফিস, উপশহর ০১নং সেক্টর এর সমস্ত মহল্লা, উপশহর ০২নং সেক্টর এর সমস্ত মহল্লা, উপশহর ০৩নং সেক্টর এর সমস্ত মহল্লা।

আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার শহীদ কামারুজ্জামান ডিগ্রী কলেজ, কৃষি সম্প্রসারন অফিস, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, সড়ক ও জনপদ অফিস , বন অফিস, বিজিবি, টিটিসি, টিএন্ডটি অফিস, শাহমখদুম থানা, পোষ্টাল একাডেমী, বিএসটিআই, আরডিএ অফিস, কৃষি প্রতিষ্ঠান, শারীরিক শিক্ষা কলেজ, ইমাম প্রশিক্ষণ অফিস, বিআরটিএ, পল্লী বিদ্যুৎ, বিএসটিআই, মহিলা পলিটেকনিক, শহীদ বুদ্ধিজীবি কলেজ, টেক্সটাইল মিল, চন্দ্রিমা, মহানন্দা আবাসিক এলাকা, পদ্মা আবাসিক ও পারিজাত আবাসিক এলাকা, ডিজিআইএফ, এনএসআই অফিস, পিএনস্কুল,যাদুঘর, বরেন্দ্র কলেজ, বোয়ালিয়া থানা, শাহমখদুম কলেজ, রুয়েট।

আগামী ১৮ ডিসেম্বর বুধবার রাজশাহী বিশ^বিদ্যালয়, দমকল অফিস, সায়েন্স ল্যাবরেটরী, ফল গবেষনা, ধান গবেষনা, বিহাস পল্লী এলাকা, প্যারামেডিকেল, যক্ষা হাসপাতাল, লক্ষীপুর ঝাউতলা রোড হতে ডায়াবেটিক্স হাসপাতাল, মহিষবাথান কলোনী, কর্মজীবি মহিলা হোষ্টেল, মহিলা ক্রীড়া কমপ্লেক্স, গনকপাড়া, তুলাপট্টি, অলকার মোড়, চেম্বার অব কমার্স, রেলগেট, স্বচ্ছ টাওয়ার হয়ে দোশর মন্ডলের মোড়।

আগামী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, পর্যটন মোটেল, শিল্পকলা একাডেমী, টেনিস কমপ্লেক্স, ট্রেজারী অফিস, জেলা পরিষদ, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ০৮টি হাইস্ল্যাব ড্রেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ