Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএ গেমস শেষ বিপ্লবের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ইমার্জিং এশিয়া কাপের সদ্য সমাপ্ত আসরের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের দুই আঙুলের মাঝে মারাত্মক চোট পেয়েছিলেন লেগ আমিনুল ইসলাম বিপ্লব। হাতের তালু ফেঁটে যাওয়ায় ক্ষতে পড়েছিল দুটি সিলাই। ফলে সেই টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন অভিষেকে চমকে দেওয়া এই তরুণ। ওই চোটই এবার তাকে ছিটকে দিল দক্ষিণ এশিয়ান গেমস বা এসএ গেমস থেকে। চোট পুরোপুরি সেরে না ওঠায় গেমসে তাকে পাঠানো হচ্ছে না।

গতকাল সংবাদ মাধ্যমকে এ তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘এসএ গেমসের জন্য দল শীঘ্রই যাচ্ছে। সেখানে ইনজুরির কিছু সমস্যা আছে। আমিনুল ইসলাম বিপ্লব এবং শফিকুলকে সেখানে যেতে দেয়া হচ্ছে না। ওদের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি।’
তবে এসএ গেমস খেলতে না পারলেও বিপিএলে তাকে দলে ঠিকই পাচ্ছে খুলনা টাইগার্স। আগামী ১-১০ ডিসেম্বর নেপালের পোখড়ায় বসবে দক্ষিণ এশিয়ার অ্যথলেটদের শ্রেষ্ঠত্বের এই আসর। আসরটিকে সামনে রেখে ইতোমধ্যেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ছেলে দলও অচিরেই ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ গেমস

১ জানুয়ারি, ২০২০
১০ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ