Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএলও কারিগরি শিক্ষা খাতে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে: শিক্ষা উপমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ৯:০১ পিএম

‘যুগের চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ট্রেড কোর্স চালু করা হবে। দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার করতে উন্নত দেশ থেকে প্রশিক্ষক আনার উদ্যোগ নেওয়া হবে। আইএলও বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। সংস্থাটি দেশে অন্যান্য প্রকল্পের পাশাপাশি কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট স্কিলস-২১ প্রকল্পের অন্যতম অংশীদার।’- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সচিবালয়ে আইএলও কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেন–এর সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে আইএলও প্রতিনিধি দল বাংলাদেশের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা খাতে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন উপমন্ত্রী।

নওফেল বলেন, ‘এদেশে কারিগরি শিক্ষা নিয়ে যেসব উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা কাজ করছে তাদের সবার কর্মকাণ্ড সমন্বিত করতে পারলে এই খাতের অগ্রাধিকার পাওয়া কর্মসূচি বাস্তবায়ন অনেক সহজ হবে। অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা উপমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ