Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাথি মেরে বিজেপি প্রার্থীকে ঝোপে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে বিজেপি প্রার্থীকে লাথি মেরে ঝোপে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, সোমবার করিমপুরে দফায় দফায় আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বিজেপির অভিযোগ, গাড়ি থেকে নামতেই তার ওপর হামলে পড়ে দুষ্কৃতিকারীরা। লাগিয়ে দেয় কিল, চড়, ঘুষি। এরমধ্যে একজন কষে লাথি মারেন জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে। রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে যান তিনি। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে বিজেপি প্রার্থী জয়প্রকাশকে উদ্ধার করে। জয়প্রকাশের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে। তার অভিযোগ, বুথ লাগোয়া একটি জায়গায় ২০-২৫ জনের একটি দল বসে ছিল। তারা সেখানে কী করছেন, জানতে চাইলে জবাব আসে, প্রিসাইডিং অফিসারের জন্য রান্নার কাজ চলছে। এ নিয়ে আরও প্রশ্ন করতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে ওই ২০-২৫ জনের দল। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ