প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
![img_img-1734894957](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678194283_01-Daily-Inqilab.jpg)
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই বছরের অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস (এএমএ) অনুষ্ঠানে ছয়টি পুরস্কার জয় করে গায়িকা টেইলর সুইফ্ট সব মিলিয়ে তার ক্যারিয়ারে ২৯টি এএমএ জয় করে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল পপ কিং মাইকেল জ্যাকসনের তিনি জিতেছিলেন ২৪টি পুরস্কার। এবার সুইফ্ট এএমএতে পেয়েছেন- আর্টিস্ট অফ দ্য ডেকেড, ফেভারিট আর্টিস্ট (অ্যাডাল্ট কনটেম্পোরারি), ‘লাভার’-এর জন্য ফেভারিট অ্যালবাম (পপ বা রক), ইউ নিড টু কাম ডাউন’-এর জন্য ফেভারিট মিউজিক ভিডিও, এবং ফেভারিট ফিমেইল আর্টিস্ট (পপ বা রক) পুরস্কারগুলো। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন : “গত বছর আমার জীবনে আমার সময়টি ছিল অসাধারণ আর আমার জীবনে এমন সব কঠিন ঘটনা ঘটেছে যা আমি আদৌ প্রকাশ করিনি। আমি আপনাদের আমার জীবনের নিরবচ্ছিন্ন সাফল্যের জন্য ধন্যবাদ দিতে চাই। “এই জগতটি অদ্ভুত। কখনও মনে হয় আমার সৃষ্টি ভাল নয়তো মন্দ আর মনে হয় মানুষ সেগুলো পছন্দ করছে আবার মনে হয় করছে না। তবে এমন মানুষও আছে যারা ছেড়ে যায় না। এই বছরে আমার জন্য এমনই এক সময়, ভাল কেটেছে, জটিলও ছিল পরিস্থিতি, তাই আমার ও আমার পরিবারের তরফ থেকে আমার সঙ্গে থাকার জন্য ও আমাকে আমল দেবার জন্য ধন্যবাদ।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।