Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেইলর সুইফ্ট আর টম হিডলস্টনের ছাড়াছাড়ি হল

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তিন মাস প্রেম করার পর নিজের পথ বেছে নিয়েছেন গায়িকা টেইলর সুইফ্ট এবং অভিনেতা টম হিডলস্টন।
প্রায় একমাস একসঙ্গে দেখা না যাওয়া থেকে সৃষ্ট গুজবের পর তাদের এই ছাড়াছাড়ি নিশ্চিত হল। তাদের শেষ এক সঙ্গে দেখা গেছে ২৭ জুলাই স্যান্টা মনিকার হিলস্টোন রেস্তরাঁয়।
একটি সূত্র বলেছে, “তাদের রোমান্সের লাগাম টেনে ধরেছেন টেইলর। তিনি যতটা স্বস্তিকর মনে করছিলেন টম তাদের সম্পর্ককে আরও প্রকাশ্য করতে চাইছিলেন। টেইলর জানতেন সম্পর্ককে জনসমক্ষে আনলে কতটা সমালোচনার শিকার হতে হয়। কিন্তু টম তা মানতে নারাজ ছিলেন।”
১৫ জুন টেইলর (২৬) এবং টমের (৩৫) সম্পর্ক প্রথম প্রকাশ পায়। রোড আইল্যান্ড সৈকতে তাদের যুগল ছবি ভাইরাল হয়।
তারা পরস্পরের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন এবং ইতালি ও অস্ট্রেলিয়াতে একসঙ্গে অবকাশ যাপন করেন।
“দেখুন, সত্য হল আমি আর টেইলর সুইফ্ট প্রেম করছি, আর আমরা খুব সুখী। এটাই সত্য। এটি কোনও পাবলিসিটি স্টান্ট নয়,” টম কিছুদিন আগে বলেছিলেন।
হিডলস্টন ‘থর : র‌্যাগনারক’ ফিল্মের শুটিংয়ে অস্ট্রেলিয়াতে যাবার পর থেকেই তাদের সম্পর্কে ছেদ পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেইলর সুইফ্ট আর টম হিডলস্টনের ছাড়াছাড়ি হল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ