Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ৬:০৬ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে কেরানীগঞ্জ মডেল থানার গুয়ালখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র । গুরুতর আহত ৩ জনকে ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে । মঙ্গলবার দুপুর ২ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রীজের উপড় এ ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে ঢাকাগ্রামী ১ টি মোটর সাইকেলের সাথে বিপরীত দিকে থেকে আসা ১ টি মোটর সাকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ৪ জন আহত হয় । গুরতর আহত অনিককে কেরানীগঞ্জের লেবুয়ান হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় । বাকী ৩ জন আহতদের ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে ।

শেখরনগর তদন্ত কেন্দ্রের এ এসআই শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,২ মোটর সাইকেল মুখোমুখীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছে । আহত হয়েছে ৩ জন তাদের মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে । তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ