পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদরাসায় দশম শ্রেণির ছাত্রীদের ফেয়ারওয়েল উপলক্ষে গত শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া করেন হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব।
সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী (সাবেক জি.এম ডেসকো)। প্রধান অতিথি হাফেজ মাওলানা ড. এইচ.এম. রমজান পাশা। প্রধানবক্তা কমপ্লেক্সের উপদেষ্টা হযরত মাওলানা ইজহারুল হক। বিশেষ অতিথি মহাপরিচালক পীরজাদা আলহাজ সৈয়দ সিরাজ-উদ-দৌলা। ব্যবসায়ী মো. আমিন ও সৈয়দ আনিছুর রহমান প্রমুখ। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী রওশন আরা নূরীর পরিচালনায় এবং সহকারী অধ্যাপক মাওলানা তোজাম্মেল হকের উপস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খলিফায়ে জৈনপুরী হযরত মাওলানা আব্দুস সবুর কামাল। মাওলানা হাফেজ অলিউল্লাহ, মাওলানা মাঈন উদ্দিন ও কমপ্লেক্সের জয়েন্ট সেক্রেটারী মো. হুমায়ুন কবির সাহেব প্রমুখ।
প্রধান অতিথি রমজান পাশা বলেন, যারা দাখিল পাশ করার পরে অত্র মাদরাসায় পুনরায় আলিম-এ ভর্তি হবে এবং বহিরাগতদেরকেও প্রতি মাসে এক হাজার টাকা করে অনুদান দিবেন। মহাপরিচালক পীরজাদা সৈয়দ সিরাজ-উ-দৌলা বলেন, আমার পিতা জৈনপুরী পীর সাহেব জীবনের সমস্ত আয় অত্র বিশাল প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করেছেন। বাবা এতিম দরিদ্রদের সেবায় লিপ্ত। অবশেষে পীর সাহেব মাদরাসায় যারা ভর্তি হবে তাদের অন্য বস্ত্র ফ্রি করে দিবেন ঘোষণা দিয়ে আখেরি মোনাজাত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।