Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক দশক পর আজ অনুষ্ঠিত হচ্ছে সিলেট সদর উপজেলা আ.লীগের সম্মেলন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৩:০৩ পিএম

এক দশক পর আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলনে নেতৃত্ব নির্ধারণ নিয়ে অনেকটা  চ্যালেঞ্জের মুখে পড়েছে জেলা আওয়ামী লীগ। সমঝোতা নাকি ভোট? কিভাবে নির্ধারিত হবে এ নিয়ে অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন কেন্দ্র আর জেলার নেতৃবৃন্দ। সিলেট জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ উপজেলা ইউনিটের সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মাঝে  আগ্রহের কমতি নেই। আজ বিকেলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। 

এদিকে সক্রিয় আর প্রভাবশালী অনেক নেতা শীর্ষ পদ দুটির জন্য প্রার্থী হওয়ায় নেতৃত্ব নির্ধারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জেলার নেতারা। অন্যান্য উপজেলার মতো ১০ বছর পেরিয়ে গেলেও সদরে আসেনি নতুন নেতৃত্ব। সিলেট শহরের পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় জেলার রাজনীতির সাথে মিল রেখেই এখানকার রাজনীতির গতি নিয়ন্ত্রিত হয়। এ উপজেলায় বর্তমানে সরকারদলীয় নেতাকর্মীদের প্রভাব বিস্তৃত হলেও গ্রুপিং দ্বন্ধ রয়েছে। মূলত জেলা পর্যায়ের দুই নেতার নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু আওয়ামী লীগ নয় সহযোগী সংগঠনের শীর্ষ পদ পেতেও ওই দুই বলয়ের নেতারা প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে গেছেন। প্রভাব বিস্তারের বিষয়টি কোন কোন সময় সংঘর্ষ, হামলা, ধাওয়া-ধাওয়ি, মিছিল আর সমাবেশে রূপ নিয়েছে। উপজেলা এই দুই বলয়ের নেতারা শক্তি আর প্রভাব দেখাতে বিভিন্ন উপলক্ষ বেছে নেন।

এই সম্মেলনকে ঘিরে উৎসাহ আর আগ্রহের পাশাপাশি রয়েছে উৎকন্ঠা। ইতোমধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের দুই বলয়ের নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীকে মাঠে সক্রিয় রেখেছেন। এই সম্মেলনে দলের মূল দু’টি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ইতিমধ্যে প্রায় হাফডজন নেতা প্রার্থিতার জানান দিয়ে রেখেছেন। শীর্ষ পদ প্রাপ্তি আর অপ্রাপ্তিতে যেকোন সময় ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সম্মেলনের তারিখ ঘোষণার আগে থেকেই নেতৃত্ব পেতে জেলার শীর্ষ নেতাদের কাছে ছুটেছেন প্রার্থীরা। তবে সদর উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির অবস্থা হ-য-ব-র-ল হওয়ায় কিভাবে কাউন্সিলর নির্ধারণ আর ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে সে বিষয় নিয়েও মাথা ঘামাতে হচ্ছে প্রার্থীদের। তবে শেষমেষ জেলার নেতাদের আর্শিবাদের উপর নির্ভর করছে তাদের ভাগ্য। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা বলেন, সবাই সহযোগিতা করলে একটি সুন্দর সম্মেলন হবে বলে আমি আশাবাদী। অবশ্যই কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্ধারিত হবে। এই সম্মেলনের মাধ্যমে সদর উপজেলার নেতাকর্মীদের বহুদিনের আকাঙ্কার অবসান ঘটবে বলেও জানান।

GK `kK ci AvR AbywóZ n‡”Q wm‡jU

 m`i Dc‡Rjv AvIqvgxjx‡Mi m‡¤§jb

 

 

 

wm‡jU e¨y‡iv:

 

GK `kK ci AvR iweevi AbywóZ n‡”Q wm‡jU m`i Dc‡Rjv AvIqvgxjx‡Mi m‡¤§jb| m‡¤œj‡b †bZ…Z¡ wba©viY wb‡q A‡bKUv  P¨v‡j‡Äi gy‡L c‡o‡Q †Rjv AvIqvgx jxM| mg‡SvZv bvwK †fvU? wKfv‡e wba©vwiZ n‡e G wb‡q A‡bKUv wØavMÖ¯’ n‡q c‡o‡Qb †K›`ª Avi †Rjvi †bZ…e…›`| wm‡jU †Rjvi g‡a¨ me‡P‡q ¸iæZ¡c~Y© G Dc‡Rjv BDwb‡Ui m‡¤§jb wb‡q †bZvKg©x‡`i gv‡S  AvMÖ‡ni KgwZ †bB| AvR we‡K‡j m‡¤œj‡b cÖavb AwZw_ wn‡m‡e Dcw¯’Z _vK‡eb wm‡jU-1 Avm‡bi msm` m`m¨ I ciivó«gš¿x W. G †K G †gv‡gb|

Gw`‡K mwµq Avi cÖfvekvjx A‡bK †bZv kxl© c` `ywUi Rb¨ cÖv_©x nIqvq †bZ…Z¡ wba©vi‡Y P¨v‡j‡Äi gy‡L c‡o‡Qb †Rjvi †bZviv| Ab¨vb¨ Dc‡Rjvi g‡Zv 10 eQi †cwi‡q †M‡jI m`‡i Av‡mwb bZyb †bZ…Z¡| wm‡jU kn‡ii cvk¦©eZ©x Dc‡Rjv nIqvq †Rjvi ivRbxwZi mv‡_ wgj †i‡LB GLvbKvi ivRbxwZi MwZ wbqwš¿Z nq| G Dc‡Rjvq eZ©gv‡b miKvi`jxq †bZvKg©x‡`i cÖfve we¯Í…Z n‡jI Mªywcs ØÜ i‡q‡Q| g~jZ †Rjv ch©v‡qi `yB †bZvi †bZ…‡Z¡ m`i Dc‡Rjv AvIqvgx jx‡Mi Kvh©µg cwiPvwjZ n‡”Q| ïay AvIqvgx jxM bq mn‡hvMx msMV‡bi kxl© c` †c‡ZI IB `yB ej‡qi †bZviv cÖfve we¯Ív‡ii †Póv Pvwj‡q †M‡Qb| cÖfve we¯Ív‡ii welqwU †Kvb †Kvb mgq msNl©, nvgjv, avIqv-avIwq, wgwQj Avi mgv‡e‡k iƒc wb‡q‡Q| Dc‡Rjv GB `yB ej‡qi †bZviv kw³ Avi c«fve †`Lv‡Z wewfbœ Dcj¶ †e‡Q †bb|

GB m‡¤§jb‡K wN‡i Drmvn Avi AvM«‡ni cvkvcvwk i‡q‡Q DrKÚv| B‡Zvg‡a¨ m`i Dc‡Rjv AvIqvgx jx‡Mi `yB ej‡qi †bZviv mfvcwZ I mvaviY m¤úv`K c‡` Zv‡`i cQ‡›`i c«v_©x‡K gv‡V mwµq †i‡L‡Qb| GB m‡¤§j‡b `‡ji g~j `yÕwU c` mfvcwZ I mvaviY m¤úv`K wn‡m‡e BwZg‡a¨ c«vq nvdWRb †bZv c«vw_©Zvi Rvbvb w`‡q †i‡L‡Qb| kxl© c` c«vwß Avi Ac«vw߇Z †h‡Kvb mgq wfbœ cwiw¯’wZi m…wó n‡Z cv‡i| m‡¤§j‡bi ZvwiL †NvlYvi Av‡M †_‡KB †bZ…Z¡ †c‡Z †Rjvi kxl© †bZv‡`i Kv‡Q Qy‡U‡Qb c«v_©xiv| Z‡e m`i Dc‡Rjvi AvIZvaxb mKj BDwbqb AvIqvgx jx‡Mi KwgwUi Ae¯’v n-h-e-i-j nIqvq wKfv‡e KvDwÝji wba©viY Avi †fvU c«wµqv m¤úbœ n‡e †m welq wb‡qI gv_v Nvgv‡Z n‡”Q c«v_©x‡`i| Z‡e †kl‡gl †Rjvi †bZv‡`i Avwk©ev‡`i Dci wbf©i Ki‡Q Zv‡`i fvM¨| G wel‡q †Rjv AvIqvgx jx‡Mi `vwqZ¡kxj GK †bZv e‡jb, mevB mn‡hvwMZv Ki‡j GKwU my›`i m‡¤§jb n‡e e‡j Avwg Avkvev`x| Aek¨B KvDwÝji‡`i gZvg‡Zi wfwˇZ †hvM¨ †bZ…Z¡ wba©vwiZ n‡e| GB m‡¤§j‡bi gva¨‡g m`i Dc‡Rjvi †bZvKg©x‡`i eûw`‡bi AvKv¼vi Aemvb NU‡e e‡jI Rvbvb|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ